রোহিঙ্গা ইস্যুতে ভারতকে যে বার্তা দিল বাংলাদেশ
রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের সঙ্গে সমস্যা মেটাতে এবার ভারতকে কূটনৈতিক পথে পরোক্ষে মধ্যস্থতাকারী হিসাবে দেখতে চাইছে বাংলাদেশ। মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর যাতে অত্যাচার, হিংসা বন্ধ হয়, সে বিষয়ে ভারতকে অগ্রণী ভূমিকা নিতে আহ্বান জানালো বাংলাদেশ।
ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে মায়ানমারের সম্পর্ক ভালো। আমরা সকলেই BIMSTEC -এর সদস্য। ভারত মায়ানমারকে বুঝিয়ে বলুক যে উদ্বাস্তুদের ফেরার জন্য যোগ্য পরিবেশ যাতে মায়ানমার তৈরি করতে পারে। এক্ষেত্রে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের রিপোর্টকে সত্ত্বর বলবৎ করা হোক। ’
পাশপাশি বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে যে মায়ানমারে রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে, উদ্বাস্তু সমস্যা নিয়ে ভুগতে হতে পারে ভারতকেও। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা নিয়ে মায়ানমারের সঙ্গে আলোচনায় বসে সমাধানের রাস্তা খুঁজুক ভারত।
সূত্র: ওয়ান ইন্ডিয়া