‘চালবাজ’ এর নাচে-গানে শাকিব-শুভশ্রীর নতুন ধামাকা
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘নবাব’-এ শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলির রসায়ন দর্শক দেখেছেন। সেই সিনেমার দুটি গান ইতোমধ্যে ইউটিউবে কোটি ভিউয়ার্সের ঘর পার করেছে। আবারও নাচে-গানে মন ভরাবেন এই দুই তারকা তাদের নতুন ধামাকা ‘চালবাজ’ সিনেমায়।
লন্ডনে শুরু হওয়া সিনেমাটির গানের দৃশ্যায়নের কিছু ছবি প্রকাশ হলো অনলাইনে। সেখানে দেখা যায় খালি রাস্তায় গানের তালে পা মেলাচ্ছেন শাকিব-শুভশ্রী। হাল ফ্যাশনের আউটফিটেই পাওয়া গেল দুইজনকে।
এই সিনেমাটির শুটিং শুরুর কথা ছিল গত জুন মাসে। সে অনুসারে শাকিব’সহ পুরো টিম লন্ডনে গেলেও কিছু টেকনিশিয়ান না নিয়ে যাওয়ার অভিযোগে তখন শ্যুটিং বন্ধ হলে এবার বিদেশি টেকনিশিয়ানদের নিয়েই কাজ শুরু হয়।
১৪ সেপ্টেম্বর বাংলাদেশি তারকাদের নিয়ে ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো সাংস্কৃতিক আয়োজন ‘ঢালিউড ব্লাস্ট’। অনুষ্ঠানটিতে যোগ দিতে ‘চালবাজ’-এর শুটিংয়ের ফাঁকে ওমান যাবেন শাকিব ও অনন্য। এর ব্যবস্থাপনায়ও আছেন অনন্য মামুন।
‘চালবাজ’ পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি। এর আগে জয়দীপের পরিচালনায় দুই সিনেমা দেখা গেলেও অনন্যর সঙ্গে প্রথমবার কাজ করছেন শাকিব।