174206

‘রঙিন কমেন্ট’ সুবিধা যোগ করছে ফেসবুক

এতোদিন ফেসবুক স্ট্যাটাস এর রঙ্গিন ব্যাকগ্রাউন্ড এর জন্য লক্ষাধিক ব্যবহারকারীর কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এখন ফেসবুক কমেন্ট ফিচারেও রঙ্গিন ব্যাকগ্রাউন্ড দেয়ার পরিকল্পনা করছে।

বলা হচ্ছে, অল্প সংখক ব্যবহারকারী আপাতত এই রঙিন ব্যাকগ্রাউন্ডে কমেন্ট করার সুবিধা পাচ্ছে। এটি এখনও সবার জন্য উন্মুক্ত নয়। যখন কোন পোস্টে কেউ কমেন্ট করবে তার নিচেই অতিরিক্ত জায়গায় সে বিভিন্ন রঙ ব্যবহার করার অপশন দেখতে পাবে। রঙিন বাবলের এই কমেন্ট সুবিধা রাখা হয়েছে অ্যাণ্ড্রয়েড , আইওএস ও ডেস্কটপ ভার্সনে।

উল্লেখ্য, এর আগে ফেসবুক ইউটিউব এর প্রতিদ্বন্দ্বী হিসেবে “ওয়াচ” ট্যাব উন্মুক্ত করে। যেখানে ব্যবহারকারীরা ইউটিউবের মতই ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারবে। সেখান থেকে টাকা উপার্জনও করতে পারবে।

ad

পাঠকের মতামত