ধুর, এটা কোনো হিরো হইলো নাকি : শাবনূর

আজ স্বপ্নের নায়ক সালমান শাহর ২১তম প্রয়াণ দিবস। তার সঙ্গে সবচেয়ে বেশি ছবিতে (১৪টি) অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূর। যার বেশিরভাগই ব্যবসাসফল। শুধু ছবিতে নয়, সালমানের ব্যক্তি জীবন সম্পর্কে কথা উঠলেও শাবনূর চলে আসেন। আজকের দিনে সালমানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন শাবনূর। সেখানে উঠে এসেছে অনেক কথা- সালমানের সঙ্গে প্রথম দেখা দিন-তারিখ ঠিক মনে নাই। তবে ‘কেয়ামত … Continue reading ধুর, এটা কোনো হিরো হইলো নাকি : শাবনূর