173898

মিমের বিনিময়ে আসছেন মিমি

একদিকে বিদ্যা সিনহা মিম। বাংলাদেশী চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা। অন্যদিকে মিমি চক্রবর্তী। ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় চিত্রনায়িকা। এবার এই দুই নায়িকার বিনিময় হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। মিম যাবেন ভারতে, বিনিময়ে মিমি আসবেন বাংলাদেশে।

তবে সশরীরে নয়। বিনিময় হচ্ছে তাদের অভিনীত দুটি ছবি।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার সাফটা চুক্তির আওতায় এই ছবি বিনিময়। এবার বাংলাদেশ থেকে ভারত যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি, মিম, মিশা সওদাগর ও ডন। ছবিটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। আর কলকাতা থেকে বাংলাদেশে আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘পোস্ত’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী ও পরাণ বন্দ্যোপাধ্যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন খান ব্রাদার্সের কর্ণধার সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘পোস্ত’ ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে। প্রায় মাস খানেক আগে ছবিটির সেন্সর ছাড়পত্র পেয়েছি।
‘আমি তোমার হতে চাই’ কলকাতায় আমদানি করছে এসকে মুভিজ। ‘পোস্ত’ মুক্তির তারিখ ঠিক হলেও ‘আমি তোমার চাই’ মুক্তির তারিখ ঠিক হয়নি। ২৪বিবিডি.কম

ad

পাঠকের মতামত