তাহলে কী বুবলিকে মেনে নিয়েছেন অপু?
শাকিব-অপু বিয়ে করেছেন ২০০৮ সালে। বিষয়টি দীর্ঘদিন গোপন রেখেছিলেন তারা। হঠাৎ ব্যক্তি জীবনের ছন্দপতনে শাকিবের সঙ্গে আলাপ ছাড়াই সব ফাঁস করে দেন অপু। এরপর শুরু হয় ব্যক্তি জীবনের টানাপোড়েন। তবে সবশেষে তাদের জীবনে ছন্দ ফিরতে শুরু করেছে। যিদও অপু বলেছেন, বিয়ে করাটা তার জীবনের একটি বড় ভুল। কী কারণে? তিনি বলেন, ‘আমার পরিবারের পরিচিতিটা টিভির মাধ্যমে হয়েছে, এটা না হলেও হতে পারত। কারণ বেলা শেষে আমি একজন মানুষ। চাওয়া-পাওয়াও খুব বেশি কিছু না।
আর সে কারণে কেউ যদি অনুভব করে-সে জায়গা থেকেই আমি কথাটি বলেছিলাম। ভালো-মন্দ নিয়েই তো জীবন। চলচ্চিত্রে আসা আর বিয়ে করাটা আমার কাছে ভালো-মন্দের মতোই।’ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘শোবিজ টু নাইটে’র ঈদ স্পেশাল পর্বে এসব কথা বলেন অপু। আজ ৪ সেপ্টেম্বর রাত আটটায় অনুষ্ঠানটি প্রচারিত হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা জানতে চান ঈদে যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেগুলো দেখা হয়েছে কি না? অপু জানান, ব্যস্ততার কারণে তিনি এখনো ছবি দুটি দেখতে যেতে পারেননি। তবে যাবেন। উপস্থাপিকা আরও জানতে চান-এ সময়ের আলোচিত নায়িকা বুবলী কেমন করছেন? অপু বলেন, ‘বুবলী খারাপ করছে না। সময়ের ব্যাপার। যতটুকু ঘাটতি রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে।’ অপু আরও জানান, আমি চিন্তা করছি এবার আমি, শাকিব, বুবলী আর জয়-চারজন মিলে আমরা হলে গিয়ে সিনেমা দেখব।
বুবলীর কোলে জয় থাকবে আর আমি শাকিবকে ধরে থাকব। মানে বুবলী জয়কে দেখাশোনা করবে। কারণ জয় তো ভারী দুষ্ট একটা ছেলে। ও শুধু শাকিবকে দেখাশোনা করবে, ছেলেকে দেখাশোনা করবে না, তা তো হবে না। আমার যখন বাচ্চা হলো- তখন তো ইন্ডিয়া ছিলাম। সে সময় ছেলের বাবাকে দেখে রাখল বুবলী। এখন যেহেতু ছেলে হয়ে গেছে, তাই ছেলেকেও দেখাশোনা করতে হবে (হাসি)।’ ২৪বিবিডি.কম