173964

আত্মসমর্পণে ইতিবাচক সাড়া দিয়েছে জঙ্গিরা: র‌্যাব

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ছয়তলা ভবনে থাকা জঙ্গিরা আত্মসমর্পণে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।

মুফতি মাহমুদ বলেন,আমরা জঙ্গিদের আত্মসমর্পণের জন্য অনেক আগে থেকেই যোগাযোগ করেছিলাম। আত্মসমর্পণে ইতিবাচক সাড়া দিয়েছে জঙ্গি আব্দুল্লাহ। তারা রাত সাড়ে ৮টার মধ্যে আত্মসমর্পণ করবে বলে আমাদের জানিয়েছে। এখন আমরা অপেক্ষা করছি।

প্রসঙ্গত, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় দুই জঙ্গিকে আটক করে র‌্যাব। আটককৃত দুই সহোদর হলো মাসুদ ও খোকন। তবে ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে মিরপুরের দারুসসালামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব।  সূত্র: যুগান্তর

ad

পাঠকের মতামত