173961

আতঙ্ক মিরপুরজুড়ে , অনেক পরিবার ঘরে ফেরার অপেক্ষায়

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ছয়তলা একটি ভবনে র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযান চলছে। ছয়তলা ভবনটির ২৩টি ফ্লাট থেকে নারী ও শিশুসহ ৬৫ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এ ঘটনায় মিরপুরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বাড়িটি থেকে সরিয়ে নেয়া পরিবারগুলো এখন ঘরে ফেরার অপেক্ষায় রয়েছেন।

সোমবার মধ্যরাত থেকে জঙ্গি আছে সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানের পর বেশ কয়েকটি বিকট শব্দ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এগুলো বোমা বিস্ফোরণের শব্দ। সেখানে এখনও অভিযান অব্যাহত রয়েছে।

ওই ভবনের তৃতীয় তলার বাসিন্দা গুলশানারা জানান, রাতে তারা ঘুমিয়ে ছিলেন। সোমবার গভীররাতে তারা গুলির শব্দ শুনতে পান। এ সময় বাসার ব্যালকোনি থেকে দেখতে পান, বাড়িটি র‌্যাব সদস্যরা ঘিরে রেখেছে।

ওই নারী আরো জানান, সকালে তাদের ওই বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা এখন ঘর ছেড়ে রাস্তায় অবস্থান করছেন। তিনি বলেন, ‘আমরা নিজেদের অসহায় বোধ করছি। ছেলেমেয়ের নিয়ে এখন কোথায় যাবো। আর কখন বাসায় ফিরবো তাও বলতে পারছি না। বাচ্চারা ভয়ে কান্না করছে’।

ওই বাসার অন্য বাসিন্দারা জানান, তারা আত্মীয়-স্বজনের বাড়িতে চলে যাচ্ছে। আবার অনেকে অপেক্ষা করছে কখন অভিযান শেষ হবে এরপর তারা ঘরে ফিরবেন।

স্থানীয় মুদি দোকানদার মিন্টু শেখ যুগান্তরকে জানান, জঙ্গি আবু ও তার পরিবার প্রায় ১০ বছর ধরে এই এলাকায় বসবাস করছে। তার কবুতর, আইপিএস ও ফ্রিজ মেরামতের ব্যবসা রয়েছে। কিন্তু তারা যে জঙ্গি দলে কাজ করে- এ কথা তারা জানতেন না। এছাড়া তাদের চলাফেরায় কখনো তা মনে হয়নি।

এদিকে জঙ্গিবিরোধী অভিযোগে র‌্যাবের ডিজি বেনজির আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ছয়তলা ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই বাড়ির পঞ্চম তলার বাসিন্দা আবু আবদুল্লাহ একজন দুর্ধর্ষ জঙ্গি। সে কবুতর, ফ্রিজ ও আইপিএস-এর ব্যবসার আড়ালে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। পঞ্চম তলায় জঙ্গি আবদুল্লাহ, তার দুই স্ত্রী ও দুই সন্তানসহ সাতজন অবস্থান করছেন’।

তিনি বলেন, ‘এরই মধ্যে বাড়িটির গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ছয়তলা ভবনটির ২৩টি ফ্লাট থেকে ২৪ নারী, ২৬ জন পুরুষ ও ১৫ জন শিশুকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আমরা ধৈর্যের সহকারে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করছি, আত্মসমর্পণের সময় দিচ্ছি। যদি আত্মসমর্পণ না করে তবে আমরা কঠোর হতে বাধ্য হবো’।

প্রসঙ্গত, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা থেকে সোমবার দিবাগত রাত আড়াইটায় দুই জঙ্গিকে আটক করে র‌্যাব। আটককৃত দুই সহোদর হলো মাসুদ ও খোকন। তবে ওই দুই সহোদর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে মিরপুরের দারুসসালামের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

ad

পাঠকের মতামত