173732

হাটের প্রথম গরুটা কেন কিনেন তাহসান?

সাধারন মানুষের মতো তারকারাও কোরবানির গরু ছাগলের বিরাট হাটে যান। আর ছোটবেলায় তো কথাই নেই। ছোটবেলায় বাবার সঙ্গে গরুর হাটে যেতন গায়ক-অভিনেতা তাহসানও। তিনি বলেন, হাটের বেশি ভেতরে ঢুকতে পারতাম না। যদিও গরুর গুঁতা খাওয়া, কাদা, চিৎকার- ব্যাপারগুলো অনেক মজার। কিন্তু বেশিক্ষণ ভালো লাগত না। হাটে যেতে ইচ্ছাও করত।

আবার গেলে বেশিক্ষণ থাকতে চাইতাম না। আমার কথা থাকত, হাটে গিয়ে যেন প্রথম গরুটাই কিনে ফেলা হয়। কারণ বাসায় এসে সবাইকে গরুটা দেখাব। সবাই দাম জিজ্ঞেস করবে। তর যেন আর সইত না। এখনো প্রতিবছর বাবার সঙ্গে হাটে যাই। সঙ্গে থাকে আমাদের ড্রাইভার। তিনজন মিলে পছন্দ করে গরু কিনি। তারপর আমি আর বাবা গাড়িতে চলে আসি।

ড্রাইভার গরুটাকে হাঁটিয়ে নিয়ে আসে। রাস্তায় আসতে আসতে বাবা আর আমি যারা গরু কিনে ফিরছে তাদের জিজ্ঞাসা করি, ‘কত দাম নিল?’ সবাই আগ্রহ করে দাম বলে। এ ব্যাপারটা এখনো অনেক মজার লাগে। ২৪বিবিডি.কম

ad

পাঠকের মতামত