ভক্তদের ঈদ উপহার দিলেন অপু (ভিডিওসহ)
আজ পবিত্র ঈদ উল আজহা। প্রথমবারের মতো কোরবানি দিয়েছেন অপু বিশ্বাস। আগেই জানিয়েছিলেন তিনি কোরবানি দিবেন ছেলে আব্রাম খান জয়ের নামে। তবে তিনি যে ভক্তদের জন্য ঈদ উপহার রেখেছিলেন সেটি জানাননি।
আজ সকালে তিনি ঈদ উপহার হিসেবে ভক্তদের দিয়েছেন, তার অভিনীত নতুন বিজ্ঞাপনের ট্রেলার। যা সকালে তার ফ্যান পেজে আপলোড দিয়েছেন। সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওতে এস এম সালাহ উদ্দিনের নির্দেশনায় নাভানার পণ্যের বিজ্ঞাপনের কাজ করেছেন অপু। এতে তার সহশিল্পী ছিলেন রিয়াজ।২৪বিবিডি.কম
https://www.youtube.com/watch?v=pJAUPGGz0_o