173627

তাইজুল ভাঙলেন সাকিবের রেকর্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

বুধবার দ্বিতীয় ইনিংসে অজিদের দুই উইকেট তুলে নিয়ে মাত্র ১৪ টেস্টে অর্ধশত উইকেট তুলে নেয়ার রেকর্ড গড়েন তিনি।

এর আগে সাকিব আল হাসান ১৫ টেস্টে অর্ধশত উইকেট নেয়ার রেকর্ড গড়েন।

তবে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে কম, মাত্র ১৩ ম্যাচে অর্ধশত উইকেট নেয়ার রেকর্ড কেবল স্পিনার মোহাম্মদ রফিকের। ওই রেকর্ড এখনো তার দখলে।

বুধবার সকালে মিরপুর টেস্টের চতুর্থ দিনে পিটার হ্যান্ডসকম্বকে (১৫) সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন তাইজুল। এই উইকেটের মধ্য দিয়েই রেকর্ড গড়েন তাইজুল। এরপর অ্যাস্টন আগার (২) তাইজুলের বলে তাকেই ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে।

১৪ ম্যাচ খেলা তাইজুলের উইকেট ৫১টি। ৫ উইকেট নেয়ার কৃতিত্ব গড়েছেন তিনি ৩বার।

ad

পাঠকের মতামত