হাটের মধ্যে গরুর সঙ্গী নারী মডেল! (ভিডিও)
মুসলিম সম্প্রদায়ের দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কোরবানি দেওয়ার জন্য এখন মুসলিম বিশ্বের হাটগুলো বেশ জমজমাট। কোরবানির পশুর হাটের কথা চিন্তা করলেই আমাদের দেশের কোরবানির হাটের কমন চিত্র ফুটে ওঠে।
যদিও আমাদের দেশের বড় বড় পশুর হাটগুলোতে লাখ লাখ টাকা দামের পশু অহরহই ওঠে। আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে কোরবানির পশুকে সাজিয়ে আনা হয়। কিন্তু ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ভিন্ন পন্থা অবলম্বন করতে দেখা গেল পাকিস্তানে।
সম্প্রতি পাকিস্তানের করাচি শহরের একটি পশুর হাটে দেখা গেল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রতি গরুর সাথে একজন মেয়েকে হাঁটে নিয়ে আসা হয়। এই মেয়েটি নানাভাবে নাচতে থাকে। ফলে ক্রেতারা জমতে শুরু করে। কারো পছন্দ হলে সে পশু কিনে নিয়ে যায়।