বলিউডের সবচেয়ে ‘দামি’ বিচ্ছেদ, টাকার অঙ্ক শুনলে হা হয়ে যাবেন
বলিউড বলে কথাl রঙিন দুনিয়ায় কখন কে কার সঙ্গে জড়িয়ে পড়ছেন, তা বোঝা দায়l আবার কার কখন বিচ্ছেদ হচ্ছে, তা নিয়েও জল্পনা অব্যাহতl কিন্তু, বলিউডের বিভিন্ন দম্পতিদের বিচ্ছেদের গল্প জানেন?
আজ তেমনই কিছু সেলিব্রিটি দম্পতির কথা বলা হবে, যাঁদের বিচ্ছেদ হয়েছে, কিন্তু, বিচ্ছেদের ‘মূল্য’ শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে আপনারl অর্থাত, বিয়ের পর ওইসব সেলেব দম্পতিদের বিচ্ছেদ নিয়েও রীতিমত ভরে গিয়েছে সংবাদমাধ্যমের পাতা l ওইসব সেলিব্রিটিদের বিচ্ছেদ নিয়ে এক এক সময় মেতে উঠেছে সংবাদমাধ্যমl
ঋত্বিক রোশনের সঙ্গে সুজন খানের বিয়ে ভেঙে যায় ১৪ বছর পরl দুই ছেলের জন্মের জন্মের পর ঋত্বিকের সঙ্গে সম্পর্ক শেষ করে আলাদা থাকতে শুরু করেন সুজানl জানা যায়, বিচ্ছেদের সময় সুজান ৪০০ কোটি নেন ঋত্বিকের কাছ থেকেl যদিও শেষ পর্যন্ত ৩৮০ কোটিতে সুজানের সঙ্গে রফা হয় ওই অভিনেতারl
২০০৪ সালে সইফ আলি খানের সঙ্গে বিয়ে ভেঙে যায় অমৃতা সিংয়েরl সেই সঙ্গে ইতি হয় তাঁদের ১৩ বছরের সংসার জীবনেরl ২০০৪ সালে অমৃতাকে ৫ কোটি দিতে হয় সইফেরl
২০১৩ সালে সঞ্জয় কাপুরের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন করিশ্মা কাপুরl ২০১৬ সালে শেষ পর্যন্ত ওই ২ জনের বিচ্ছেদ হয়l সঞ্জয়ের কাছ থেকে খোরপোষ বাবদ করিশ্মা পান ৭ কোটিl
প্রভু দেবার সঙ্গে তাঁর স্ত্রী রামলার বিচ্ছেদ হয় ২০১২ সালেl ওই সময় প্রভুকে ২০-২৫ কোটির সম্পত্তি দিতে হয় রামলাকেl নগদ দিতে হয় ১০ লাখ সঙ্গে ২টি গাড়িl
২০১১ সালে পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেন অভিনেত্রী কল্কি কোয়েচলিনl ২০১৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়l কিন্তু ওই সময় অনুরাগের বিগ বাজেটের সিনেমা বম্বে ভেলভেট মুখ থুবড়ে পড়েl ফলে, কল্কি কিছুটা হলেও কম খোরপোষে রাজি হন বলে খবরl
২০১৬ সালে আধুনা আখতারের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে বেরিয়ে আসেন ফারহান আখতারl দুই মেয়ে সাখিয়া আর আকিরা মায়ের সঙ্গে থাকছেl তাঁদের লালনপালনের জন্য অধুনাকে পরিমান মত খোরপোষ দিতে হয় ফারহানকেl পাশাপাশি মুম্বইয়ের ব্যান্দ্রায় এক হাজার স্কয়ার ফিটের একটি ফ্ল্যাটও দিতে হয়েছে অধুনাকেl