
তৃতীয় দিন শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া
মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। বাংলাদেশের দেয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে ২ উইকেটে অজিদের সংগ্রহ ১০৯ রান। এ অবস্থায় বলা চলে মিরপুরের টেস্টের চালকের আসনে রয়েছে স্মিথ বাহিনী।
মঙ্গলবার জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ ২৮ রানের ভেতরেই তুলে নেন দুই উইকেট।
তবে অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের দৃঢ় ব্যাটিংয়ে ২৬৫ টার্গেটকে টপকে যেতে টিম অস্ট্রেলিয়ার তেমন কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না।
ওয়ার্নারের মারকুটে ব্যাটিংয়ে তুলে নেয়া দুর্দান্ত অর্ধশতক আর স্মিথের যোগ্য সঙ্গতে জয়ের হাতছানি পাচ্ছে অজিরা।
টেস্টের শেষ দুই দিনে জয়ের জন্য অজিদের দরকার ১৫৬ রান আর বাংলাদেশের দরকার ৮ উইকেট। ওয়ার্নার ৭৫ এবং স্মিথ ২৫ রানে ক্রিজে রয়েছেন। এর আগে টাইগাররা তাদের দ্বিতীয় ইনিংস ২২১ রানে শেষ করে, আগের ৪৩ রানের লিডসহ অজিদের সামনে দাঁড়ায় ২৬৫ রানের টার্গেট।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উল্লেখযোগ্য রান করেছেন তামিম ইকবাল ৭৮, মুশফিক ৪১। অস্ট্রেলিয়ার হয়ে ন্যাথান লিওন ৬ উইকেট দখল করেন।