173541

অপপ্রচার শাবানার নামে

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ আসরে আজীবন সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা। এরপরই তিনি চলে যান যুক্তরাষ্ট্রে। কিন্তু সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক খবরে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে তিনি বলেন, সম্প্রতি ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও দেখে আমি হতবাক হয়েছি। ভিডিওটি খবর আকারে প্রকাশ করা হয়েছে। ওই খবরে বলা হয়েছে, সালমান শাহ হত্যা মামলার আসামি রুবি আহমেদের সঙ্গে নাকি তার পেনসিলভেনিয়ার বাসায় গিয়ে আমি দেখা করেছি। এমন উদ্ভট খবর কে প্রকাশ করল বুঝতে পারছি না।

কে এই রুবি আহমেদ তাও আমি জানি না, চিনি না। তার সঙ্গে আমাকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করা উদ্দেশ্যমূলক বলে আমার কাছে মনে হচ্ছে। এতে আমার মানসম্মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত তারা যদি এমন কাজ থেকে বিরত না থাকে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। শাবানার স্বামী ওয়াহিদ সাদিক বলেন, আমরা ১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী। মাঝে-মধ্যে দেশে আসি। আমাদের বিরুদ্ধে হঠাৎ করে কেন এই অপপ্রচার তা বুঝতে পারছি না। ২৪ বিবিডি.কম

ad

পাঠকের মতামত