173343

ক্যারিয়ারের ৫০তম ম্যাচে সাকিবের ৫০

মহাবিপদ থেকে দলকে টেনে তুলেছেন দুই বন্ধু সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দুর্দান্ত জুটিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই দুই তারকা। দুজনেরই আজ ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ। দেখার বিষয় ছিল কে সবার আগে হাফ সেঞ্চুরি করেন। সে ক্ষেত্রে এগিয়ে গেলেন সাকিবই। মোটামুটি হাত খুলে স্বভাবসুলভ ব্যাটিংয়ে তুলে নিলেন ক্যারিয়ারের ২৭তম হাফ সেঞ্চুরি। তামিম ব্যাট করছেন ৩৮ রানে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০তম টেস্টে ফিফটি করলেন তিনি। এর আগে মোহাম্মদ আশরাফুল ১২ রান করেছিলেন।

১০ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন দুজন। একপ্রান্তে ধীরস্থির ওপেনার তামিম ইকবাল আর অন্যপ্রান্তে স্বভাবসুলভ ভঙ্গিতে খেলে যাচ্ছেন সাকিব।

৩ উইকেটে ৯৬ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। লাঞ্চ শেষে ৬৫ বলে ৭ বাউন্ডারিতে ক্যারিয়ারের ২৭তম হাফ সেঞ্চুরি পূরণ করেন বিশ্বসেরা অল-রাউন্ডার। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই বন্ধু মিলে ৯৬ রানের জুটি গড়েছেন। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৩ রান।
বাংলাদেশের ব্যাটিং শুরুতেই দুমড়ে-মুচড়ে দেন অজি পেসার প্যাট কমিন্স। দিনের দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। দুটি বাউন্ডারির সাহায্যে তিনি ৮ রান করেন। কমিন্সের প্রথম ওভারের পঞ্চম বলে গালিতে থাকা পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন এই তরুণ ওপেনার।

চতুর্থ ওভারে আবারো বল হাতে আসেন কমিন্স। যথারীতি তার করা পঞ্চম বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে ক্যাচ দেন ইমরুল কায়েস (০)। পরের বলেই সেই ওয়েডের গ্লাভসবন্দি হয়ে কমিন্সের তৃতীয় শিকার হন সাব্বির রহমান (০)।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই টাইগার তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ক্যারিয়ারের ৫০তম টেস্ট এটি। অল-রাউন্ডার নাসির হোসেন স্থান পেয়েছেন একাদশে। তবে বাদ পড়ে আবার ফিরে আসা মুমিনুল হককে বাইরেই থাকতে হয়েছে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক+ উইকেটকিপার), সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ad

পাঠকের মতামত