বউ বদল করে দুই যুবকের সুখী জীবন
যশোরের মনিরামপুরে বিয়ের মাধ্যমে বউ বদলের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার লাউড়ী গ্রামে মালয়েশিয়া প্রবাসী এক যুবকের স্ত্রী ও অপর এক যুবকের স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য মুজিবর রহমান এতথ্য জানান।
জানা যায়, উপজেলার লাউড়ী গ্রামের মোজাহার মোড়লের ছেলে ইসলাম হোসেনের (২৮) বিয়ের ৫ বছর পর সংসারের স্বচ্ছলতা আনতে বছর তিনেক আগে মালয়েশিয়া পাড়ি জমান। এক মাস আগে তিনি দেশে আসেন। ইসলাম দেশের আসার ১৫ দিন আগেই তার স্ত্রী একই গ্রামের মৃত আশরাফ আলী সানার ছেলে ২ সন্তানের জনক মাহবুব হোসেনের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেন।
ইসলাম তার স্ত্রীকে বাড়িতে ফেরত আনতে মাহবুবের বাড়িতে যান। এক পর্যায় পরিচয় হয় মাহবুবের স্ত্রীর সঙ্গে। এরপর ঘটনার একর্যায়ে ১০ দিন আগে মাহবুবের স্ত্রীকে বিয়ে করে বাড়িতে নিয়ে যান ইসলাম।
বর্তমান উভয় যুবক তাদের স্ত্রীদেরকে নিয়ে ঘর সংসার করছেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মাহবুব জানান, ইসলামের ছেলে ও তার মেয়ে একই স্কুলে পড়ার সুবাদে দুই পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এরই জেরে দুই পরিবারের সদস্যরা একে অপরের বাড়িতে যাতায়াত করতো। তা থেকেই ঘটনার শুরু।