173256

নিষেধাজ্ঞা না তুলে নিলে এফডিসিতে আসবো না : বাপ্পারাজ

‌‘আপনারা যদি সকল নিষেধাজ্ঞা, মামলা তুলে না নেন, তাহলে এফডিসিতে আর আসবো না। হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা।’ চলচ্চিত্র পরিবারের উদ্দেশ্যে নায়করাজ রাজ্জাকের বড়ছেলে বাপ্পারাজ এইসব কথা বলেছেন।

চলচ্চিত্র পরিবারের আয়োজনে নায়করাজের স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায়। সেখানেই একথা বলেন বাপ্পারাজ।

তিনি বলেন, ‘আমিও হয়তো ভুল করে অনেক কথা বলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি এজন্য নোটিশ পাঠানোর দরকার নেই। শাকিব ভুল করেছে এজন্য বয়কট করার দরকার কী? শাকিবকে ডাকলে শাকিব আসবে না কেন?’

বাপ্পারাজ বলেন, ‘আসুন আমরা সব ভুলে আবারও একসঙ্গে কাজ করি। এ অবস্থা চলতে থাকলে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। এটা আমরা কখনই চাই না।’

চলচ্চিত্র পরিবারের আয়োজনে শনিবার এফডিসিতে নায়করাজ রাজ্জাক স্মরণ সভায় বাপ্পারাজ বলেন, ‌‘আমার বাবাকে নিয়ে প্রশ্ন আছে অনেকের যে, রাজ্জাক সাহেব সিনেমা হল না করে মার্কেট কেনো করলেন? ফাইন, এই তর্কে আমি যাবো না। তিনি কেনো মার্কেট করলেন, সিনেমা হল করলেন না! বাট একটা ভুল ধারনা আছে যে উনি সিনেমা হলের নাম করে মার্কেটটা করেছেন এবং পারমিশনটা নিয়েছেন সিনেমা হল করার। কিন্তু না, মার্কেটের নাম করেই তিনি সেখানে মার্কেট করেছেন।

পরবর্তীতে সেখানে আমরা সিনেমা হল করার চেষ্টা করেছি। রাজউক থেকে পারমিশন দেয়া হয়নি। তারউপর আমাদের মার্কেটটায় প্রচুর পিলার ছিলো, সেগুলো ভেঙে স্পেস তৈরি করাও সম্ভব হয়নি। তারপর উপরে করতে চেয়েছিলাম, তখনও পারমিশন দেয়া হয়নি।

কিছুদিন আগেও সেখানে একটা বিসিকের একটা অডিটোরিয়াম ছিলো, ওটাও আমরা সিনেমা হলের জন্য নেয়ার চেষ্টা করেছি। কিন্তু উত্তরাতে পাশে একটা স্কুল থাকার জন্য সেটারও পারমিশন দেয়া হয়িইন।’

এরপর তিনি আরো বলেন, ‘অনেকের ভুল ধারনা আছে, আমি ক্লিয়ার করে দিলাম যে রাজ্জাক সাহেব দুই নম্বারি করে মার্কেট বানাননি, এক নম্বরি করেই মার্কেট বানিয়েছেন। রাজ্জাক সাহেব যদি দুই নম্বরি করতেন, তাহলে উত্তরায় আরো চার পাঁচটা মার্কেট থাকতো। কিন্তু তিনি তা করেননি।’

এই শোক সভায় আরও উপস্থিত ছিলেন ফারুক, সূচন্দা, রোজিনা, আলমগীর, ফেরদৌস, নূতন, ওমর সানী, সম্রাট, আমজাদ হোসেন, এফডিসির এমডি তপন কুমার, মিশা সওদাগর, জায়েদ খান, বাপ্পী প্রমুখ।

ad

পাঠকের মতামত