রাস্তায় নামছে গ্রিনলাইনের ডাবল ডেকার বাস
ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হচ্ছে গ্রিন লাইনের বিলাসবহুল ডাবল ডেকার বাস। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিলাসবহুল এই ১০টি বাসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পাঁচ রংয়ের ১০টি বাসের মধ্যে দুটি আকাশি নীল, দুটি লাল, দুটি সাদা, দুটি কমলা ও দুটি গাঢ় নীল রংয়ের। জার্মানির ‘ম্যান’ ব্র্যান্ডের এসব বাসের সম্পূর্ণ বডি প্রস্তুত করা হয়েছে মালয়েশিয়ায়।
এ ব্যাপারে গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার জানান, নতুন বাসের প্রতি আসনের ভাড়া ১৩০০ টাকা। ৪০ আসনের এসব বাসে নিচতলায় থাকছে সাতটি আসন এবং দ্বিতীয় তলায় ৩৩টি।
প্রসঙ্গত, ২০০৩ সালে ভলভো এবং ২০০৫ সালে স্ক্যানিয়ার বিলাসবহুল এসি বাস আমদানি করে গ্রিনলাইন পরিবহন। ২০১৩ সাল থেকে দূরপাল্লার যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য স্লিপার কোচে যাত্রীসেবা শুরু করে। এরই ধারাবাহিকতায় এবার যাত্রীসেবায় দূরপাল্লার রুটে দোতলা বাস আনল গ্রিনলাইন কর্তৃপক্ষ।