‘প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো’
ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে প্রয়োজনে ঈদের দিনও রাস্তায় থাকবো। ঘরমুখো যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করার জন্য যে কোন মূল্যে রাস্তা সচল রাখা হবে। সে লক্ষ্য সামনে রেখে ৭০ ভাগ রাস্তা সচল করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৬ আগস্ট) নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ঈদের পুরোপুরি যাত্রা শুরু হওয়ার আগেই রাস্তাগুলোকে পুরোপুরি সচল করা হবে। সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন ও আমি নিজে সার্বক্ষণিক সড়কে থাকবে। এক্ষেত্রে কোন অজুহাত হিসেবে বৃষ্টি, বন্যা এসব দেখা হবে না। এনিয়ে ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নেই।
এসময় জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান ও কবিরহাট উপজেলা আ’লীগ সভাপতি নুরুল আমিন রুমিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।