173221

ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া মিঠুনের সেই মেয়ে এবার বলিউডে!

বেশ কয়েক বছর আগের ঘটনা। ডাস্টবিন থেকে এক শিশুকন্যাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। পরিত্যক্ত সেই শিশুটিকে দত্তক নিয়েছিলেন তিনি।

জন্মের পরেই যে শিশুটিকে তার নিজের বাবা-মা পরিত্যাগ করেছিল, সেই ছোট্ট মেয়েটি ঠাঁই পায় মিঠুনের কোলে। তার নাম দেওয়া হয় দিশানী।

কোনওদিন নিজের তিন ছেলের থেকে দিশানীকে আলাদা করে দেখেননি মিঠুন বা তার পরিবারের অন্য কোনও সদস্য। সেদিনের ছোট্ট মেয়েটি বড় হয়ে গেছে। ইনস্টাগ্রামে তার গ্ল্যামারাস লুক ইতোমধ্যে শোরগোল ফেলে দিয়েছে। জানা গেছে, বলিউডেও পা রাখতে চলেছে মিঠুনের কুড়িয়ে পাওয়া সেই মেয়ে।

ad

পাঠকের মতামত