হোটেলে আত্মঘাতী ‘জঙ্গি’ সাইফুলের বাড়ি খুলনা
রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে জঙ্গি আস্তানা সন্দেহে চালানো পুলিশের অভিযানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ‘জঙ্গি’ সাইফুল ইসলামের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি গ্রামে। তার বাবা আবুল খায়ের স্থানীয় এক মসজিদের ইমাম। সাইফুল খুলনা বিএল কলেজে সম্মান শ্রেণিতে পড়ালেখা করত।
হোটেলে অভিযান শেষে ব্রিফিংয়ে আইজিপি শহীদুল হক বলেন, নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম। তার বাড়ি খুলনার ডুমুরিয়া থানায়। তার বাবা একটি মসজিদের ইমাম। ওই জঙ্গিও মাদ্রাসার ছাত্র ছিল। সে খুলনা বিএল কলেজের ছাত্র ছিল। এক সময় শিবির করত।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেনও এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথে জঙ্গি আস্তানা সন্দেহে হোটেলে ওলিওতে অভিযান চালায় পুলিশ।
ভোর ৪টা থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে ওলিও ইন্টারন্যাশনাল নামের ওই হোটেলটি ঘিরে রাখা হয়।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের চালানো ‘অপারেশন আগস্ট বাইট’ সকাল সাড়ে ১০টার দিকে সমাপ্ত ঘোষণা করা হয়।