সালমান শাহ’র মডেল হিসেবে পর্দায় প্রথম আবির্ভাব ঘটেছিল ইত্যাদি’রই একটি গানে:হানিফ সংকেত (ভিডিও)
ভিডিওটি হানিফ সংকেতের ফেসবুক থেকে সংগৃহীত।
রুবি সুলতানা নামক একজন প্রবাসি নারীর একটি ভিডিও বার্তা প্রকাশের পর সারা দেশে সালমান শাহ’র মৃত্যু রহস্য নতুন মাত্রা পায়। সালমান ভক্তরা সামাজিক গণমাধ্যমে মেতে ওঠে সালমান শাহ’র স্মরণে। তাদের অনুরোধ রাখতেই সঞ্চালক হানিফ সংকেত ভিডিওটি আপ করেছেন নিজ ফেসবুক পেজে।
হানিফ সংকেতের ফেসবুক পোস্টের স্ক্রিন শট।
…………….(প্রিয়.কম)