172601

সেরা দশ পোশাক অস্কারের

বিনােদন ডেস্ক: বিনোদন দুনিয়ায় চলচ্চিত্র নিয়ে যে ক’টি আসর থাকে প্রতি বছর, সেগুলোর মধ্যে অস্কার এবং কান চলচ্চিত্র উৎসবের দিকেই নজর রাখেন সবাই। চলচ্চিত্রপ্রেমীদের মনে অস্কারকে ঘিরে কাজ করে দুর্নিবার আগ্রহ। উৎসবের আলোকছটায় তারার আলোয় আলোকিত হয় যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার।

মর্যাদাপূর্ণ এ উৎসবের লালগালিচায় বাহারি পোশাক পরে হেঁটে বেড়ান বিশ্বের নামিদামি অভিনেত্রীরা। অস্কারের লালগালিচায়ও তারার দ্যুতি থাকে চোখ ধাঁধানো।

শুধু হলিউডই নয়, বলিউডের অভিনেত্রীরা মনকাড়া পোশাক পরে হাজির হন। চলুন দেখে নেওয়া যাক অস্কারের সেরা দশ পোশাক।

* অস্কারে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি ছিলো মনকাড়া। এটি রালফ অ্যান্ড রুসো ফ্যাশন কোম্পানি।

* অস্কার অনুষ্ঠানে গিভেনচির পোশাক পরে আসেন এমা স্টোন।

* ‘ফেসেন্স’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জেতেন ভায়োলা ডেভিস। তিনি পরেছিলেন আরমানি প্রাইভের গাউন।

* হলিউড অভিনেত্রী শার্লিজ থেরন এ বছর অস্কারের লালগালিচায় হেঁটেছিলেন ডিওর-এর ডিজাইন করা পোশাক পরে।

* ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মার্কিন অভিনেত্রী তারাজি পি. হ্যানসনের নীল রঙা পোশাকটি ডিজাইন করেন অ্যালবার্ট ফেরেটি।

* লুইস ভুইটনের ডিজাইন করা পোশাক পরে লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন হলিউড অভিনেত্রী মাইকেল উইলিয়ামস।

* ‘মুনলাইট’খ্যাত তারকা নাওমি হ্যারিসের পরনে ছিলো কেলভিন ক্লেইনের ডিজাইন করা পোশাক

* প্রথমবার অস্কারের লালগালিচায় পা ফেলেছেন জেনেলি মোনিয়া। এলি সাবের ডিজাইন করা কালো গাউন পরে নজর কেড়েছেন সবার।

* সেরা অভিনেত্রীর মনোনয়ন পাওয়া তারকা রুথ নেগা হাজির হয়েছিলেন ভেলেনটিনোর ডিজাইনার গাউন পরে।

* স্টেলা ম্যাককার্টনির সাদা পোশাক পরে নজর কেড়েছেন মার্কিন মডেল কার্লি ক্লস।

ad

পাঠকের মতামত