172589

আইটেম গানে মৌমিতা

বিনােদন ডেস্ক: বোরবার দুপুর। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি)’র তিন নাম্বার ফ্লোর। চোখ জুড়িয়ে যাওয়ার মত পরিবেশ। চারিদিকে বাহারি রংয়ের আলো। ফ্লোরে প্রায় শ’খানেক মানুষ। ডিস্কো বারের সেট ফেলে শুট্যিং করা হচ্ছে তাজুল ইসলাম পরিচালিত ‘গোপন সংকেত’ ছবির আইটেম গানের। একটু পরেই টেক শুরু হবে, তাই শেষবারের মতো নৃত্য শিল্পীদের পজিশন ঠিক করে দিচ্ছেন ড্যান্স কোরিওগ্রাফার হাবিব। মনিটরে তা দেখছেন পরিচালক তাজুল ইসলাম। পাশে বসা নায়িকা মৌমিতা মৌ। পোশাক দেখেই বুঝতে পারলাম মৌমিতাও অংশ নিবে আইটেম গানে। প্রায় কুড়ি/পচিঁশ মিনিট পর মঞ্চে উঠলেন মৌমিতা, পাশাপাশি উঠে গেলেন চিত্রনায়ক সিয়াম। নিয়ে নিলেন নিজেদের পজিশন। ড্যান্স কোরিওগ্রাফার এসে আবারও দেখিয়ে দিলেন নাচের স্টেপগুলো। ১, ২, ৩, ৪ এভাবে করে ১৩, ১৪, ১৫, ১৬ পর্যন্ত। আবার কখনো একটু কম বা বেশি। গানের শুট্যিংয়ের ফাঁকে কথা হলো মৌমিতার সাথে।

: আইটেম গানে প্রথমবার, কেমন লাগছে?
: অবশ্যই ভাল লাগছে। খুব ভাল লাগছে।

: অন্যান্য গান আর আইটেম গানের পার্থক্যটা কোথায়?
: আমি মনে করি, আইটেম গানে এক্সপ্রেশন জরুরি। অন্য সব গানেও এক্সপ্রেশন দরকার, তবে আইটেম গানে বেশি দরকার। গানের কথার সাথে মিল রেখে ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন দিতে হয়। আবার কখনো কখনো বেশি এক্সপোজ করতেও হয়।

: আইটেম গানটি নিয়ে বলুন-
: ছবিটিতে আমার চরিত্র হলো পুলিশ অফিসার। অফিস থেকে আমি মিশনে বের হই। অপরাধ চক্র ধরার জন্য বারে ড্যান্সার হিসেবে কাজ করি। তারপর অপরাধীদের সাথে মিশে গিয়ে চক্রটাকে ধরে ফেলি। চরিত্রের প্রয়োজনেই আইটেম গানে অংশ নেওয়া।

মঞ্চে যখন শিল্পীরা ব্যস্ত নিজেদের স্টেপ নিয়ে ততক্ষণে ক্যামেরাও রেডি। শুরু হলো শট। ফুল বলিউমে মিউজিক বাজানো হলো, তালে তালে শিল্পীরাও নেচে চলল। কখনো কাট, আবার কখনো ওকে। এমনি করে বেশ সময় নিয়ে শেষ হলো আইটেম গানের দ্বিতীয় দিনের দৃশ্যায়ন। ‘ও রাজা’ শিরোনামের এ গানটিতে কন্ঠ দিয়েছেন কলকাতার কল্পনা। গানের কথা লিখেছেন তারেক তুহিন এবং সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ুন। দুই দিন ব্যাপী চলা এই আইটেম গানে অংশ নিয়েছেন মৌমিতা মৌ, সিয়াম, অমিত হাসান, এলভিন জান্নাত, আন্নাসহ আরো অনেকে।

ad

পাঠকের মতামত