যৌনকর্মী হতে চান অভিনেত্রী স্বরা
কাস্টিং কাউচের খবর মাঝেমধ্যেই শোনা যায়৷ সিনেমায় একটা ভাল চরিত্র পেতে নাকি যৌনতায় সামিল হতে হয় অভিনেতা-অভিনেত্রীদের৷
বলিউডে এ অভিযোগ নতুন নয়৷ কিন্তু তাই বলে খোদ অভিনেত্রী কেন হয়ে উঠছেন যৌনকর্মী! আর সেই অভিনেত্রীর নাম যখন স্বরা ভাস্কর, তখন এ খবরে বলিপাড়া তো খানিকটা তাজ্জব হবেই৷
ব্যাপার কী?
‘নীল বট্টে সন্নাটা’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের তো মুগ্ধ করেছিল, সমালোচকরাও তারিফ করেছিলেন একবাক্যে৷ সেখানে তাঁর চরিত্র ছিল এক কাজের মেয়ের৷ বলিপাড়ার গ্ল্যামার ঝেড়ে ফেলে এ কমেডিতে একেবারে নিখাদ কাজের মেয়েই হয়ে উঠেছিলেন স্বরা৷ আর তাই তাঁর কাছে দর্শক ও বলিপাড়ার প্রত্যাশা অনেক৷ সে চাহিদা পূরণ করতেই এবার যৌন পেশার খুঁটিনাটিও রপ্ত করতে হচ্ছে অভিনেত্রীকে৷ এ খবরে অনেকে তাজ্জব হতে পারেন বটে৷ কিন্তু তাঁর পরের চরিত্রটি যে এক যৌনকর্মীরই৷
আদিত্য কৃপালিনীর উপন্যাস ‘টিকলি অ্যান্ড লক্ষী বোম্ব’ অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি৷ পরিচালক নিজেই এর চিত্ররূপ দেবেন৷ এক কো-অপারেটিভ সংস্থা গড়ে তুলতে দুই যৌনকর্মীর লড়াইয়ের কাহিনী উঠে এসেছে এ উপন্যাসে৷ এখানে টিকলির চরিত্রে দেখা যাবে স্বরাকে৷ চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রথমেই তাঁকে উপন্যাসটি পড়তে দেন আদিত্য৷ আর পড়া শেষ হওয়া মাত্র কোনো দ্বিধা না করেই এ চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে যান স্বরা৷ হ্যাঁ, এ কারণে তাঁকে যৌনপল্লির খুঁটিনাটি শিখতে হবে, আয়ত্ত করতে হবে যৌনকর্মীর আদব-কায়দাও৷ কিন্তু কুছ পরোয়া নেই৷ চরিত্রের খাতিরে যৌনকর্মী হয়ে হাজির হতেও দ্বিধা নেই স্বরার৷
ছবিটি তৈরি হবে ক্রাউড ফাউন্ডিংয়ের মাধ্যমে৷ অর্থাৎ কোনও একজন প্রযোজক থাকবেন না৷ উৎসাহীদের অর্থেই তৈরি হবে ছবিটি৷ আগামী জানুয়ারি থেকেই ছবির কাজ শুরু হওয়ার কথা৷ আর তখনই যৌনকর্মী হয়ে উঠতে দেখা যাবে বলিপাড়ার এই বোল্ড বিউটিকে৷
সূত্র: সংবাদ প্রতিদিন