গায়িকার চেহারা ভাল হলে ভক্তের সংখ্যা বেশি হয়: আঁখি আলমগীর

akhi-alamgir-Newsworldbdআলোচিত গায়িকা আঁখি আলমগীর মনে করেন গায়িকাদের জনপ্রিয়তা ও ভক্তের সংখ্যা নির্ভর করে গায়িকার সৌন্দর্যের ওপর। রবিবার এক সাক্ষাৎকারে তিনি এমনটিই দাবি করলেন।

আপনি সুকণ্ঠী ও সুদর্শনা। রহস্যটা আছে কোনো?
—কোনো রহস্য নাই। আমি সুন্দরী তাই সুদর্শনা বলে সবাই।

গায়িকা সুদর্শনা হওয়ার সুবিধা কী?
— সবচেয়ে বড় যে সুবিধা হলো, ছেলে ভক্তের সংখ্যা বেশি হয়!

আপনার এই সুদর্শনা বলে যারা প্রেমে পড়ে যাচ্ছে তাদের জন্য আপনার বক্তব্য কী?
— হুটহাট প্রেমে পড়া স্বাস্থ্যের জন্য ভালো।

অভিনয় না করে গানের ভুবনে এলেন কেন?
— ফাঁকা মাঠে গোল দিয়ে নিজেকে পরিচিত করতে।

নিজের গান ভালো লাগে নাকি অন্যের গান?
— অবশ্যই নিজের গান। নিজের গান নিজের মতো করে গাওয়ার আনন্দটাই অন্যরকম।

কোনো ভক্ত যখন এসে বলেন আপনার এই গানটি আমার ভালো লেগেছে—আপনার কেমন অনুভূতি হয়?
— তখন মনে হয় কষ্টগুলো কিছুটা হলেও সার্থক হয়েছে।

আপনি মঞ্চে উঠেই নাকি নাচতে শুরু করেন? কেন নাচেন?
— আমি মঞ্চে উঠলেই নাচতে শুরু করি না। দর্শকরা নাচতে শুরু করে। তারপর আমি নেচে থাকি।

ঘোরাঘুরি আপনার কেমন লাগে? প্রিয় জায়গা কোনটি?
— ভালোই লাগে। লন্ডনে বেড়াতে ভালো লাগে।

কী মাছ ধরিছ বড়শি দিয়া— গান অসম্ভব শ্রোতাপ্রিয়তা পায়। কখনো বড়শি দিয়ে মাছ ধরেছেন? কেমন লেগেছে?
— বড়শি দিয়ে মাছ ধরিনি। তবে বড়শি দিয়ে ধরা মাছ খেয়েছি।

গান শুনতে শুনতে কোন কাজটি করতে ভালোবাসেন?
— লং ড্রাইভে অজানা কোথাও হারিয়ে যেতে!

অনেক দিন পর যা দেখতে পেলেন…?
— অনেক দিন পর না তার সঙ্গে আমার প্রতিদিনই দেখা হয়।

সর্বসাধারণের যা জানা দরকার?
— আমার একটা বিড়াল আছে। যার নাম অস্কার আলমগীর।

আপনি নাকি অনেক কিছু অনুকরণ করতে পারেন?
— আমি যেকোনো বিষয় অনুকরণ না নকল করতে পারি। যেকোনো মানুষের হাঁটা, কথা বলাসহ সবকিছু নকল করে ফেলি।

ad

পাঠকের মতামত