১৭ মাস ধরে গর্ভবতী!

bdp_01গর্ভধারণের স্বাভাবিক সময়কাল ৯ মাস ১০ দিন। এই সময়কালের মধ্যে ভ্রূণ থেকে পরিপূর্ণ হয় শারীরিক গঠন। তারপর নর্মাল ডেলিভারি বা সিজার, পৃথিবীর আলো দেখে সেই শিশু। কিন্তু চীনের এক নারী ১৭ মাস ধরে গর্ভবতী। এখনও নাকি তার ভ্রূণের গঠন সম্পূর্ণ হয়নি!

ঐ নারীর দাবি, তিনি ১৭ মাস ধরে গর্ভবতী রয়েছেন। মধ্য চীনের হুনান প্রদেশের বাসিন্দা ওই নারীর নাম ওয়াং শি। শি-এর দাবি, ২০১৫-র ফেব্রুয়ারি মাস নাগাদ তিনি গর্ভবতী হন। কিন্তু ডাক্তাররা বলছেন, এখনও নাকি তার ভ্রূণের গঠন সম্পূর্ণ হয়নি। আর তাই সিজার করাও তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু, এখন আর অপেক্ষা করতে চান না তিনি। তাই তিনি চান যে কোন মূল্যে পৃথিবীর আলো দেখুক তার সন্তান।

ad

পাঠকের মতামত