রণবীর-দীপিকার গোপন চ্যাট ফাঁস
বেশ কিছুদিন আগেই একদল অর্ধনগ্ন তরুণীর সাথে ছবি তুলে আলোচনায় এসেছিলেন বলিউড তারকা রণবীর সিং। তবে সে আলোচনায় জল পড়তে না পড়তেই নতুন করে সামনে এলো একটি স্ক্রিনশট। আর সেই স্ক্রিনশট অন্য কারো নয়; খোদ প্রেমিক রণবীর সিং ও প্রেমিকা দীপিকা পাডুকোনের হোয়াটস অ্যাপ চ্যাটের একটি ছবি। যা কিনা ইতোমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে অনলাইন জুড়ে।
জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজে সুইজারল্যান্ড আছে রণবীর। সেখানেই ছবি তুলেছিলেন অর্ধনগ্ন তরুণীদের সাথে। দুজনের বার্তা আলাপ ছিলো সেই অর্ধনগ্ন তরুণীদের সাথে রণবীরের ছবি তোলা নিয়েই। আর সেখানে অভিমান সমেত এমন ছবি তোলার ব্যাখ্যা চান দীপিকা। ব্যাপারটাকে মজা বলেই উড়িয়ে দিন প্রেমিক রণবীর সিং। এরপর প্রেমিকার মান ভাঙ্গাতে প্রেমিক রণবীরের ছলচাতুরির কৌশলও দেখা যায় স্ক্রিনশটটিতে।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিলো রণবীর দীপিকার বাগদান নিয়ে। যদিও সে গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন দীপিকা। তবে বাগদান না হলেও যে দুজনের প্রেমের সম্পর্কটা বেশ গভীর তা দুজনের বার্তালাপ ফাঁস হওয়াতে এখন বেশ স্পষ্ট।