ভাটারায় দোকানে ঢুকে গুলি করে ৫ লাখ টাকা লুট
রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় এক বিকাশ এজেন্টের দোকানে ঢুকে গুলি করে ৫ লক্ষাধিক টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
শনিবার বেলা ১১টার দিকে ভাটারার নুরেরচালা এলাকায় অবস্থিত মাসুদ এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের গুলিতে জহিরুল ইসলাম জহির (২৪) নামে ওই বিকাশ এজেন্টের কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, বেলা ১১টার দিকে তিন যুবক মাসুদ এন্টারপ্রাইজের বিকাশ এজেন্টের দোকানে প্রবেশ করে। তারা জহিরুলের দুই পায়ে গুলি করে ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা লুট করে। এ সময় ওই দোকানে রিপন নামে আরেক কাস্টমারের টাকার ব্যাগও অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।
পরে খবর পেয়ে দোকানের মালিক ও বিকাশ এজেন্ট সেলিম খান ও স্থানীয়রা উদ্ধার করে জহিরুলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
একই তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মুত্তকীন।