কোটি টাকার হেরোইনসহ রাজশাহীতে আটক ২

heroin20130826150630রাজশাহীর গোদাগাড়ী থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাধবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিশপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে বাবুল (৪২) ও উপজেলার বিলাতমুল গাঁ গ্রামের তুফানি মোড়লের ছেলে কালু (৩০)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যানে করে হেরোইনের চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে-এমন খবর পায় পুলিশ। মহাসড়কে চেকপোস্ট থাকায় পিকআপটি মাধবপুর এলাকার গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে বলে জানার পর পুলিশের একটি দলও সেখানে যায়। পরে তল্লাশি চালিয়ে ভ্যানটির মিটার বক্সের মধ্যে রক্ষিত ১০টি প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া যায়, যার মূল্য প্রায় এক কোটি টাকা।

তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ad

পাঠকের মতামত