ইন্টার্নি মহিলা ডাক্তার ঐশি জেএমবির জঙ্গি

JMB 4 Womenরাজধানীর মগবাজার এলাকা থেকে আটক ৪ নারী জেএমবির মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন।

এছাড়া আটক অন্যান্যরা উচ্চশিক্ষিত বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক খন্দকার লুৎফুল কবির।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৪ এর কার‌্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

যাদের আটক করা হয়েছে- ঐশি, আকলিমা, মেঘনা ও মৌ।

লুৎফুল কবির জানান, চার নারী জেএমবি সদস্যের একজন ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক। বাকি তিনজন মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী।

তিনি বলেন, আটক জেএমবির নারী সদস্যরা মূলত সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতো। ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ঐশি নারী সেলের প্রধান। সে মোটিভেশন করে নারীদের দলে আনতো।

মঙ্গলবার মগবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, অডিও এবং ভিডিও সহ তাদের আটক করা হয় বলে জানিয়েছিলেন র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

ad

পাঠকের মতামত