ইন্টারনেটে ভাইরাল নায়িকা শুভশ্রীর একান্ত মুহূর্তের ছবি

shuvosree_22259_1471271676কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। খুব বেশি সিনেমায় অভিনয় করেননি। তবে যে কয়েকটি সিনেমা করেছেন তার সবগুলোই হিট।

নায়িকা শুভশ্রী তার পরবর্তী সিনেমার শুটিং করতে এখন ইতালিতে রয়েছেন। সিনেমার নাম ‘অভিমান’। এখানে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় নায়ক জিৎ। সঙ্গে আছেন সায়ন্তিকাও।

ছবিটা পরিচালনা করছেন রাজ চক্রবর্তী।

জিতের সঙ্গে সর্বশেষ ‘বস’ সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী।

এদিকে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের ফাঁকে ইতালির বিচে ঘুরতে গিয়েছিলেন নায়িকা। সাদা টি-শার্ট আর লো-ওয়েস্ট জিনসে্ ফ্রেমবন্দিও হলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল। ইতালির বিচে তার একান্ত কিছু মুহূর্ত এখন ওয়েব ওয়ার্ল্ডে রীতিমতো ঝড় তুলছে।

ad

পাঠকের মতামত