মদপানের দায়ে মন্ত্রীর পদত্যাগ

Swedish Minister Aida resignsসুইডেনের সর্বকনিষ্ঠ মন্ত্রী আইডা হাদজিয়ালিক (২৯) পদত্যাগ করেছেন। সম্প্রতি মাত্রাতিরিক্ত মদ খেয়ে গাড়ি চালানোয় বিপাকে পড়েন তিনি। এ ঘটনাকে ‘নিজের জীবনের সবচেয়ে বড় ভুল’ বলে উল্লেখ করেন হাদজিয়ালিক। পদত্যাগ করার কারণ হিসেবে তিনি বলেছেন, আমি যা করেছি, সত্যিই তা খুবই সিরিয়াস একটি বিষয়। হাদজিয়ালিক দুই গ্লাস ওয়াইন খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। বিবিসি।

হাদজিয়ালিক উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনিই সুইডেনের প্রথম মুসলিম মন্ত্রী। বসনিয়া বংশোদ্ভূত এই নারী পাঁচ বছর বয়সে সুইডেনে পাড়ি জমান।

সম্প্রতি ডেনমার্ক-সুইডেন সংযোগকারী ওরেসান্ড সেতুর ওপর হাদজিয়ালিককে আটকায় পুলিশ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক নৈশক্লাব থেকে সুইস শহর মালমোতে ফিরছিলেন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় তাকে ওই সেতুর ওপর থামানো হয়। পরীক্ষা করে তার রক্তে অ্যালকোহলের মাত্রাতিরিক্ত মান ধরা পড়ে। এ জন্য তাকে ছয় মাস পর্যন্ত জেল খাটতে হতে পারে।

ad

পাঠকের মতামত