বোরকা পরে শপিং মলে ঢোকায় দুই যুবক আটক

Borka Saudi Arabনারীর ছদ্মবেশে থাকা দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ওই দুই যুবক বোরকা পরে সৌদি আরবের প্রদেশ আল কাসিমের রাজধানী বুরাইদাহের একটি শপিংমলে ঘোরাঘুরি করছিলেন।

ওই ছদ্মবেশী যুবকদের উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় শপিংমলের দোকানদারদের। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই যুবকদের আটক করে। তাদের শপিংমলের মসজিদ থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আল কাসিমের স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুই যুবক বোরকা পরে ঘোরাঘুরি করছিলেন। তাদের বয়স ২০ বছরের মতো হবে। তাদের আটক করে ব্যুরো অব ইনভেসটিগেশন অ্যান্ড প্রসিকিউশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ad

পাঠকের মতামত