নায়িকা ভূমির সাথে ‘টয়লেট’ প্রেমে অক্ষয়!

akshy-vumiঅক্ষয় কুমার। বলিউডের খিলাড়ি তিনি। অ্যাকশন থেকে শুরু করে কমেডিয়ান চরিত্রে নিজেকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। গত শুক্রবারে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা রুস্তম। পরকীয়ার কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমা ভালোই সাড়া ফেলেছে।

এরই ধারাবাহিকতায় পরিচালক নীরজ পাণ্ড তার আগামী ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’য় নায়ক হিসেবে চুক্তিবদ্ধ করেছেন অক্ষয়কে। আর নায়িকা হিসেবে থাকবেন ভূমি পেডনেকর।

ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পকে মাথায় রেখে একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক নীরজ পাণ্ডে।

অক্ষয় এর আগে নীরজের সঙ্গে ‘স্পেশাল ২৬’, ‘বেবি’ ছবিতেও কাজ করেছেন।

‘টয়লেট’ ছবিটি মুক্তি পেতে পারে ২০১৭-এর শেষ দিকে৷

‘দম লাগাকে হাইসা’ দিয়ে বলিউডে ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন ভূমি। তাই এ ছবিতেও তার কাছে থেকে দুরন্ত পারফরম্যান্স আশা করছেন সকলে। অক্ষয়ের সঙ্গে তার জুটি একেবারে নতুন।

কিন্তু ছবির গল্পে অভিনবত্ব থাকার কারণে সিনেমাটি বক্স অফিসে সাফল্য পাবে বলেই মনে করছেন বলিউডের একটা বিরাট অংশ।

ad

পাঠকের মতামত