রাজধানীতে বাসার ছাদে দুই ভাই-বোনের লাশ: মা নিখোঁজ

kobiiরাজধানীর বাসাবো এলাকার একটি বাসার ছাদ থেকে শিশু দুই ভাই-বোনের লাশ উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ।

শুক্রবার রাত দশটার কিছু পর উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের ভবনের ছাদ থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশুর নাম মাশরাফি বিন মাহাবুব (৭), হুমায়রা বিনতে মাহাবুব (৬)। শিশুর দুটির বাবার নাম মোহাম্মদ মাহাবুবুর রহমান।

সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুছ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের একটি বাড়ির ছাদ থেকে শিশু ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর দুই শিশুর মায়ের খোঁজ মিলছে না বলে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস কুদ্দুস বলেন, উত্তর বাসাবোর কমিউনিটি সেন্টারের পাশের একটি বাড়ির ছাদ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দুই শিশুর মা তানজিলাকে পাওয়া যাচ্ছে না বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের একটি বাড়ির ছাদ থেকে শিশু ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়। এই হত্যার কারন খতিয়ে দেখছে বলেও জানান আব্দুল কুদ্দুস।

ad

পাঠকের মতামত