থাইল্যান্ডে পর্যটন এলাকায় বোমা হামলা: নিহত ১, আহত ১০

Thailand Explosionথাইল্যান্ডের পর্যটক এলাকা হুয়া হিন রিসোর্টে বৃহস্পতিবার রাতে দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের সূত্র অনুযায়ী এ ঘটনায় কমপক্ষে ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। বিস্ফোরণে নিহত নারী সেখানে একটি খাবারের স্টল চালাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতদের সবার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে আটজন বিদেশি পর্যটক বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

পুলিশ জানিয়েছে বিস্ফোরিত বোমা দুইটির বিস্ফোরণ মোবাইল ফোন ব্যবহার করে ঘটানো হয়েছে।

থাই পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বোমা দুটি গাছ লাগানোর পাত্রে ৫০ মিটার ব্যবধানে রাখা হয়েছিল এবং মোবাইলের মাধ্যমে আধা ঘণ্টার মধ্যে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ বলছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের তিনটি প্রদেশে এরকম বোমা বিস্ফোরণের ঘটনা নিত্য একটি ব্যাপার। কিন্তু পর্যটক সমৃদ্ধ এলাকায় এ রকম হামলা থাইল্যান্ডে আগে কখনো হয়নি।

বিবিসি বলছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশে সরকারবিরোধী উগ্রপন্থিরা সক্রিয় থাকায় জোড়া বোমা হামলা নিয়মিত ঘটনা। তবে পর্যটন এলাকায় এ ধরনের হামলা বিরল।

থাইল্যান্ডের রানি সিরিকিতের জন্মদিন উপলক্ষে শুক্রবার সরকারি ছুটির আগের দিন এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ব্যাংককের দক্ষিণে সমুদ্র তীরবর্তী রিসোর্ট হুয়া হিন দেশি-বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। অনেকেই ছুটি কাটাতে সেখানে যান।

ad

পাঠকের মতামত