কাচের ব্রিজে ঝুলন্ত অবস্থায় বিয়ে!
বিয়ের জন্য কতই না আয়োজন করে মানুষ। তবে চাইনিজ এক দম্পতির আয়োজন দেখে সবার চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়। কারণ তারা বিয়ের জন্য বেছে নিয়ে কাচের ব্রিজের সাথে ঝুলন্ত বিছানা, তাও আবার তার নীচে গভীর খাদ।
নয় অগাস্ট ছিলো চাইনিজ ভ্যালেন্টাইনস ডে। আর সেদিনই কাচের সেতুতে ঝুলন্ত অবস্থায় বিয়ের সিদ্ধান্ত নেয় তারা। এজন্য সেতুর সাথে রশি দিয়া বেশ শক্ত করেই বানানো হয় একটি বিছানা। ভূমি থেকে প্রায় ছয়শ ফুট ওপরে বেশি হাসিমুখেই তারা পোজ দিয়েছেন ক্যামেরায়।
চীনের হুনান প্রদেশে পাহাড় সমান উচ্চতায় নির্মিত এ কাচের সেতুটি ইতোমধ্যেই পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একি সাথে ভয় আর আনন্দ উপভোগ করতে বহু পর্যটক ছুটে যায় সেখানে।