পরীমনির কোমর দুলানোর ব্যয়বহুল গানের ভিডিও প্রকাশ
ঢাকাই সিনেমার এই মুহূর্তে সবচেয়ে ব্যস্ত নায়িকা পরীমনি। কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন সবচেয়ে ব্যয়বহুল গানে কোমর দুলাবেন তিনি।
তখন থেকেই পরীমনির ভক্তরা অধীর আগ্রহে ছিলেন। অবশেষে দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটলো। ইউটিউবে প্রকাশ পেয়েছে তার সেই ব্যয়বহুল গানটি।
শনিবার ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়। ‘স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে/প্রেমের ছড়াছড়ি/হায়রে কি যে করি/আমি ডানাকাটা পরী’ শিরোনামের গানটি মাত্র একদিনেই এক লাখেরও বেশি দর্শক দেখেছেন।
পরীমনির পরবর্তী সিনেমা ‘রক্ত’র জন্য গানটি নির্মিত হয়েছে। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।
সিনেমাটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।
এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রিক্ত রোশন।
পরীমনি-রোশন ছাড়া সিনেমায় আরও অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।
এদিকে গত ১ তারিখে মুক্তি পেয়েছে ‘রক্ত’র টিজার। এতে পরিচালক ওয়াজেদ আলী সুমন অন্য এক পরীমনিকে হাজির করেছেন।
১ মিনিট ১৭ সেকেন্ডের টিজারে ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে দেখা গেছে পরীমনিকে। আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি।