সানি লিওনের এই ফটোশুটের দাম ৩ কোটি রুপি

sunny-leone-man-force-14বলিউডে পা রাখার পর একসময়কার পর্নতারকা সানি লিওনের আবেদনময়ী রূপ সবাইকে আকর্ষণ করেই চলেছে। আর তার প্রতি মানুষের আকর্ষণ থাকায় কনডম প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের প্রতিনিধি বানিয়েছেন তাকে।

বর্তমানে ‘ম্যানফোর্স’ কনডমের প্রতিনিধি হয়ে কাজ করছেন সানি লিওন। সম্প্রতি এ কনডমের জন্য একটি ফটোশুটে অংশ নিয়েছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ফটোসেশনে এক ঘণ্টা পোজ দেওয়ার জন্য সানিকে বড় অঙ্কের পারিশ্রমিক দিচ্ছে ‘ম্যানফোর্স’ কনডম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যানকাইন্ড ফার্মা।

সম্প্রতি ভারতের নামকরা ফটোগ্রাফার ডাব্বো রতনানি ‘ম্যানফোর্স’ কনডমের ম্যাগাজিনের জন্য সানির ফটোশুট করেন। মাত্র কয়েক ঘণ্টা চলে এই ফটোশুট। এতে প্রতিবার ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য সানি পেয়েছেন ৩ কোটি রুপি।

ফটোশুটের পাশাপাশি সানি এখন ব্যস্ত তেরা ইন্তেজার সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটিতে সানির বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। এছাড়া আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এ অভিনেত্রীর ইরোটিক থ্রিলার বেঈমান লাভ।

ad

পাঠকের মতামত