জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: আইজিপি

Captureজঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, তা নিরসনে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। তিনি বলেন,জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আর তা শুরু করতে হবে পরিবার থেকেই।শনিবার সকালে রাজধানীর প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

শহীদুল হক বলেন, একটি দেশে অন্য কোনো ধর্মের মানুষ থাকতে পারবে না। এটি অপপ্রচার। ইসলামি ব্যক্তি, আলেম সমাজ, মাদ্রাসার শিক্ষকদের এ ধরনের অপপ্রচার বন্ধে কাজ করতে হবে। জঙ্গিবাদ কোনো স্থানীয় সমস্যা না। এটি একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গিরা মানবতার ওপর আঘাত হানে আর ব্লগাররা ধর্ম নিয়ে কটাক্ষ করে।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, ‘ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। এখানে আমাদের সকলকে কাজ করতে হবে। বাবা-মাকে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানেরও কিছু দায়-দায়িত্ব আছে। শিক্ষকদের এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে শিক্ষার্থীরা মেধার চর্চা করবে সেটা যেন সঠিক পথ হয়।’

ad

পাঠকের মতামত