‘মাইলস’কে বয়কট করে রূপমরা ভুল করছে: আইয়ুব বাচ্চু

AB_4বিখ্যাত ও জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’। ব্যান্ডটির ভারত সফর, ভিসা বাতিল করার দাবি জানিয়েছে কলকাতার ‘ফসিলস’ ব্যান্ডের ভোকাল রূপম ইসলাম। তিনি ভক্তদের কলকাতায় ব্যান্ডটিকে বয়কট করারও দাবি জানিয়েছেন। এ নিয়ে বিক্ষোভের হুমকিও দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশের শ্রোতাপ্রিয় এলআরবি ব্যান্ডের প্রধান আইয়ুব বাচ্চু তীব্র মন্তব্য করেছেন।

আইয়ুব বাচ্চু বলেন, ‘আমি আজ (বৃহস্পতিবার) সকালে লন্ডন থেকে দেশে ফিরেছি। পুরো বিষয়টি জানি না। তবে যতটুকু এখন বুঝলাম, তাতে কেউ কাউকে দেশে ঢুকতে দিবে না- এটা হতে পারে না। বাংলাদেশে অহরহ ভারতীয় শিল্পীরা আসছে। কোন সমস্যা হচ্ছে না। আমাদের একটা বড় ব্যান্ডকে ওখানে যেতে দেবে না এটা হতে পারে না। আমার মনে হচ্ছে রূপমরা ভুল করছে। ভুল বোঝাবুঝি হলে নিজেরাই এর সমাধান করতে পারে। আমার মনে হয়, নিশ্চয়ই তাদের ভুল বোঝাবুঝির অবসান হবে।’

তিনি আরো বলেন, ‘মাইলস, এলআরবি, নগর বাউল ওখানে অনেক ফেমাস। এগুলো ওখানে নামকরা ব্যান্ড। ওখানে স্বনামে পরিচিত। ব্যান্ডগুলোর অনেক ভক্ত সেখানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের নতুন কিছু ব্যান্ডেরও কলকাতায় ভক্ত রয়েছে। সুতরাং ভক্তরা তাদের গান শুনবেই। তা কখনও বন্ধ করা যাবে না। এভাবে বন্ধ করা যায়ও না। দুঃখজনক বিষয় হলো, হয়তো কো্ন ক্ষোভ থেকে গান গাইতে তারা এখন দিলো না। তাতে কিন্তু ভক্তরা নিরাশ হবেন। এতে ক্ষতি হবে গানের, গান-ভক্তদের।’

তিনি বলেন, ‘বাংলাদেশ উন্মুক্ত জায়গা। আমরা সবাইকে ওয়েলকাম জানাই। এখানে যে কোন দেশের শিল্পী আসতে পারেন, গান গাইতে পারেন। কোন সমস্যা নেই। আর এটা একটা স্পর্শকাতর ইস্যু। আমার মনে হয় না রূপম বিষয়টা বুঝে শুনে করছে।’

আইয়ুব বাচ্চু বলেন, ‘মাইলসের স্থান অনেক উপরে। অনেক সিনিয়র ব্যান্ড তারা। এটা নিয়ে কাদা ছোড়াছুরি উচিৎ হবে না। মিউজিকের বিষয় যেহেতু, তাই এটা মিউজিকের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। এবং এর সমাধান মিউজিক্যালি হোক। রূপম শাফিন ভাইয়ের চেয়ে অনেক ছোট। তাদের বয়সের পার্থক্য অনেক। আমার জানা মতে শাফিন ভাই রূমপকে যথেষ্ট স্নেহও করে। সেক্ষেত্রে রূমপও নিশ্চয়ই শাফিন ভাইকে মেনে চলে এবং শ্রদ্ধা করে। সুতরাং এটা রূপম আর শাফিন ভাই মিলে কথা বলে সমাধান করে ফেলতে পারেন। আমরা যেহেতু মিউজিশিয়ান তাই অন্য কোন দিকে না যাওয়াই ভালো। আমাদের মিউজিক নিয়েই কথা বলা উচিৎ।’

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩ আগস্ট কলকাতায় একটি কনসার্টে মাইলস-এর গান গাওয়ার কথা রয়েছে। একই মঞ্চে কলকাতার ‘ফসিলস’ ব্যান্ডের ভোকাল রূপম ইসলামেরও গান গাওয়ার কথা। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে রূপম লেখেন, মাইলসের সঙ্গে একই মঞ্চে গান করবেন না। মাইলস গাইলে তার ব্যান্ড ‘ফসিলস’ গাইবে না, মাইলসকে বয়কট করতে হবে।

এমনকি কনসার্ট আয়োজক প্রতিষ্ঠানের অফিসের সামনে গিয়ে লোকজন নিয়ে বিক্ষোভেরও হুমকি দেন তিনি। শুধু তাই নয়, মাইলসের ভারত সফর, ভিসা প্রাপ্তি- নিয়েও প্রশ্ন তুলেছেন রূপম। এরপরই বিষয়টি নিয়ে দুই দেশের মিডিয়ায় খবর প্রকাশিত হয়।

ad

পাঠকের মতামত