মাওবাদী নেতা প্রচণ্ড আবারো নেপালের প্রধানমন্ত্রী

Pushpa-Kamal-Dahalআবারো নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাওবাদী বিদ্রোহী প্রধান পুস্প কমল দহল ওরফে প্রচণ্ড। মঙ্গলবার ৫৯৫ সদস্যের পার্লামেন্টে ৫৭৩ ভোটের মধ্যে ৩৬৩ ভোট পেয়ে  প্রচণ্ড প্রধানমন্ত্রী নির্বাচিত হন বলে জানিয়েছেন স্পিকার ওনসারি ঘারতি।

ক্ষমতা গ্রহণের নয়মাসের মাথায় নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি পদত্যাগের পর প্রচণ্ড নতুন প্রধানমন্ত্রী হলেন।

তিনি ক্ষমতায় আসায় নেপালে আগের চেয়ে এবারের সরকার আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

নেপালে রাজতন্ত্রের পতন ঘটাতে দশকব্যাপী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন প্রচণ্ড। ১৯৯০ সালে নেপালে বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার পর থেকে ২৬ বছরের মধ্যে প্রচণ্ড দেশটির ২৪ তম প্রধানমন্ত্রী হলেন।

ad

পাঠকের মতামত