বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

katrina-kaif-wallpaper-katrina-4রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরে সম্পর্ক নিয়ে একটি টুঁ শব্দও করেননি ক্যাটরিনা কাইফ। রণবীরও চুপ ছিলেন। অবশেষে এই প্রসঙ্গে কথা বললেন তিনি।

বিচ্ছেদের পরও রণবীরের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে শোনা যায়। বন্ধুর পার্টিতে রণবীরের সঙ্গে একান্তে দীর্ঘক্ষণ কথা বলেছেন, এমন খবরও রটে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত রণবীর আর ক্যাটরিনা একত্র হননি। যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছেন ক্যারিয়ার নিয়ে।

তবে একটি বিষয় সকলের নজরে এসেছে। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অন্তত স্ক্রিনে এক নতুন ক্যাটরিনাকে পাওয়া গেছে। ‘বার বার দেখো’-র ট্রেইলার এবং গানে এক নতুন ক্যাটরিনাকে দেখা গেছে যিনি আগের থেকে অনেক বেশি ফিট এবং স্লিম।

স্ক্রিনে ক্যাটরিনা রীতিমতো ঝকঝক করছেন। সম্প্রতি ছবির ট্রেইলার লঞ্চে তাকে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন ছিল, কীভাবে ব্যক্তিগত জীবনের ধাক্কা সামলে এমনভাবে ফিরে এলেন?

জবাবে ক্যাটরিনা বলেন, ‘জিমে গিয়েছি এবং নিয়মিত ক্রাঞ্চ করেছি। এভাবেই পরিস্থিতির মোকাবিলা করেছি।’

ছিপছিপে, নির্মেদ চেহারার নেপথ্যে এটাই যে রহস্য, তা-ও এককথায় বুঝিয়ে দিয়েছেন তিনি। খবর এবেলার।

ad

পাঠকের মতামত