পকেটমার জ্যাকুলিন!

Jacqueline Fernandez9সম্প্রতি মুক্তি পেয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত নতুন ছবি ‘ঢিসুম’। এ ছবিতে একজন পকেটমার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার নায়ক জন আব্রাহাম। ছবিটি এরই মধ্যে বক্স অফিসে ভালো ব্যবসা করছে। এর আগে ‘কিক’ ও ‘হাউসফুল-৩‘ ছবি দিয়েও দর্শকদের মন জয় করেছেন জ্যাকুলিন। পাশাপাশি ধারাবাহিকভাবে ব্যবসা সফল ছবি উপহার দেয়ায় তার নামের পাশে সফল নায়িকার নতুন তকমাটাও জুড়ে গেছে।

আর সেই তকমা নিয়েই নতুন ছবির কাজ শুরু করছেন জ্যাকুলিন। ‘বাঘি-২’ ছবিটির নায়িকা হিসেবে এরই মধ্যে পাকাপাকি করা হয়েছে জ্যাকুলিনকে। এ ছবির জন্য অনেক নায়িকাকেই চিন্তা করেছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। কিন্তু শেষ পর্যন্ত জ্যাকুলিনই বাজিমাত করেন। এ ছবির প্রধান নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। খুব শিগগিরই এ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে জ্যাকুলিন বলেন, আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। এটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়। তারই ধারাবাহিকতায় ‘বাঘি-২’ ছবিতে কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।

ad

পাঠকের মতামত