‘ইরানের পরমাণুর তথ্য ফাঁসে জড়িত ৩ দেশ’

Iran Paromanobicইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, তিনটি দেশ ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে গোপন তথ্য গণমাধ্যমের কাছে ফাঁস করে দিয়েছে।

তিনি বলেন, “তিনটি দেশ আমাদের পরমাণু কর্মসূচি সম্পর্কে গোপন তথ্য ফাঁস করেছে বলে আমরা ধারণা করছি এবং এজন্য আনুষ্ঠানিক প্রতিবাদ করেছি।” ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এসব কথা বলেছেন। কামালভান্দি বলেন, এ তথ্য ফাঁসের জন্য তেহরান ভীত নয় তবে এত তাড়াতাড়ি আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ ঠিক হয় নি।

চলতি মাসের গোড়ার দিকে বার্তা সংস্থা এসোশিয়েটেড প্রেস গোপন তথ্যের বরাত দিয়ে বলেছে, “গত বছরের পরমাণু সমঝোতার আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করছে। ১৫ বছরের এ চুক্তি শেষ হওয়ার কয়েক বছর আগে থেকে ইরান পরমাণু কর্মসূচি আবার শুরু করতে পারবে।”

ইরান বলছে, তার পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য ফাঁস হওয়ার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ দায়ী। ইরান এ সংস্থাকে পরমাণু তথ্য গোপন রাখার জন্য বলা হয়েছিল। অবশ্য, আইএইএ তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে।

ad

পাঠকের মতামত