ভক্তের সঙ্গে বাগদান নাফিসা কামালের
ভক্তের সঙ্গে ২৯ জুলাই রাতে ঢাকার উত্তরার পার্টি সেন্টারে বাগদান সেরে ফেলেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা নাফিসা কামাল ঝুমুর। বরের নাম সৈয়দ আসিফ হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক।
মজার বিষয় হচ্ছে, ঝুমুর-আসিফের বাগদান হলো অনেকটা নাটকীয়ভাবে। আসিফ ছিলেন ঝুমুরের একজন ভক্ত! ভালোলাগা থেকেই একদিন ঝুমুরকে মেসেজ পাঠান। সেই থেকে দুজনের পরিচয় এবং কথাবার্তা শুরু। একসময় তা গড়ায় প্রেমে। বাগদান অনুষ্ঠানে সোনা ও হীরাখচিত আংটি বদল করেন তাঁরা। এ সময় দুই পরিবারের আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন এবং তাঁদের বন্ধুরাও উপস্থিত ছিলেন।
বাগদানের ছবি ফেসবুকে পোস্ট করে ঝুমুর লেখেন, ‘দিনটি সত্যিই আমার ছিল। চিন্তা করো না তোমরা। আমি এখনো অবিবাহিত!’
ঝুমুর বলেন, ‘আসিফ শুরুতে আমার ভক্ত ছিল। কথা বলতে বলতে ওকে ভালো লেগে যায়। তারপর প্রেম। ভক্ত থেকে জীবনসঙ্গী, বিষয়টি আমার কাছে অন্য রকমই লাগছে। এ বছরের শেষ দিকে আমরা বিয়ে করব।’