সানি লিওনের গানে পাকিস্তানের নিষেধাজ্ঞা
পাকিস্তানে সানি লিওনের ভক্তের অভাব না থাকলেও আবারও নিষেধাজ্ঞার কবলে পড়লেন সানি লিওন। তাকে নয়, তার একটি আইটেম গানকে নিষিদ্ধ করেছে পাক সেন্সর বোর্ড। তাই পাকিস্তানে রইস মুক্তি পেলেও দেখানো হবে না সানির আইটেম ডান্স।
আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বিগ বাজেটের ছবি রইস। আর সেখানেই একটি আইটেম গানে কোমর দুলিয়েছেন সানি। কিন্তু গোটা ছবিটি দেখানো গেলেও ওই একটি গান নিয়েই নাকি আপত্তি তুলেছে পাক সেন্সর বোর্ড।
ছবিতে শাহরুখ ছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকি, মাহিরা খানের অভিনয় দেখবেন দর্শক।
তবে এই বিষয়টি নিয়ে শাহরুখ কিংবা সানি লিওনের কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি।