সালমানের জন্য নগ্ন হবেন আরশি
আরশি খান। নিজেকে ক্রিকেটার শহীদ আফ্রিদির প্রেমিকা, শয্যাসঙ্গিনী বা সন্তানের মা দাবি করে আলোচনার থাকায় চেষ্টা করেছেন পাকিস্তানের এই বিতর্কিত মডেল। তবে নিজের খ্যাতি বাড়ানোর জন্য এবার আফ্রিদিকে ছেড়ে আরশির নতুন টার্গেট বলিউড সুপারস্টার সালমান খান।
জানা গেছে, সম্প্রতি টুইটারে সালমান খানের জন্য নগ্ন হওয়ার ঘোষণা দিয়েছেন এই মডেল কন্যা। শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি। সাথে নিজের অর্ধনগ্ন একটি ছবিও পোষ্ট করেছেন সেই বার্তায়। বিকিনি পরিহিত সেই অর্ধনগ্ন ছবিটি দিয়ে জানিয়েছেন, এটা ছিলো ট্রেলার বাকিটা আসছে।
টুইটার পোস্টটিতে ট্যাগ করেছেন সালমানকেও। এছাড়াও ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমকেও ট্যাগ করে আলোচনায় আসার সুপ্ত বাসনা প্রকাশ করেছেন আরশি খান।